১৫ ঘণ্টায় সড়কে প্রাণ গেল ১২ জনের

বিবিধ, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪ | 2023-09-01 01:11:03

দেশের নয় জেলায় গত ১৫ ঘণ্টায় সড়কে প্রাণ হারিয়েছেন ১২ জন। রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে বগুড়ায় দুইজন, লক্ষ্মীপুরে দুইজন, ফেনীতে দুইজন, চাঁদপুরে একজন, নীলফামারীতে একজন, খুলনায় একজন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হন।

বগুড়া

বগুড়ায় শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। রাত ১১টায় নন্দীগ্রাম উপজেলার পদ্মপুকুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার থালতামাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও তার ছোট ভাই হাবিবুর রহমান (১৯)।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যুগী বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আইয়েনগর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ব্যবসায়ী মো. সুমন হোসেন (৩৮) ও তার ভাগ্নে চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের বাসিন্দা মো. তামিম (১৪)।

ফেনী

ফেনীতে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া রেস্ট হাউসের সামনে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ঈদ যাত্রায় সড়কে ঝরল ৭১ প্রাণ

নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লিয়াকত আলীর স্ত্রী বিবি জোহরা মুন্নি (৩৬) তার মেয়ে ফারিয়া আক্তার (১৬)।

যশোর

যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের চাপায় লিটন হোসেন (১৯) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় হুমায়ন (২০) নামে আরেক পথচারী আহত হন।

বিকেল ৫ টায় শার্শার বসতপুর ফুলতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত লিটন হোসেন শার্শার বসতপুর গ্ৰামের ওমর আলীর ছেলে এবং আহত হুমায়ন একই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া

কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় তেলবাহী লরি চাপায় উকিল জোয়ার্দ্দার (২৮) নামে লরির হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সিএনজি চালিত আটোরিকশা চালকসহ পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুরের দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের কবুরহাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত লরির হেলপার উকিল জোয়ার্দ্দার সদর উপজেলার মিনাপাড়া এলাকার মুকুল জোয়ার্দ্দারের ছেলে।

চাঁদপুর

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে পিকআপ ভ্যান চাপায় মারা গেছে কবিতা নামে চার বছর বয়সী এক শিশু। দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত কবিতা কচুয়া উপজেলার গোগরা গ্রামের কবির হোসেনের মেয়ে।

নীলফামারী

বিকেলে জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চালক রতন কুমার রায় (২৪) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রতন রায়ের বাবা রায় বানিয়া ও ছোট ভাই জয় রায় গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন আছেন। নিহত রতন রায় জলঢাকা উপজেলার বড়ঘাট এলাকার বাসিন্দা।

খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক শেখ এমদাদুল (৩৯) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ ৩০ জন।

সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার কার্ত্তিকডাঙ্গা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত শেখ এমদাদুল হক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কেয়ামউদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জ

দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকায় মাইক্রোবাসের চাপায় নুসরাত নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা স্বপ্না বেগম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দশজন আহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার হাদিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এ সম্পর্কিত আরও খবর