ওসি মোয়াজ্জেম সহ কেউ আইনের ঊর্ধ্বে নন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 19:37:18

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ওসি মোয়াজ্জেম হোসেন সহ কেউ আইনের ঊর্ধ্বে নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, ‘নুসরাত জাহানের হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন মোয়াজ্জেম হোসেন কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। কেউ অপরাধ করে থাকলে, তার বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার (৯ জুন) দুপুরে ঈদুল ফিতর পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওসি মোয়াজ্জেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা সঠিক নয়। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত হাতে আসলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কেউ পলাতক হয়, খুঁজতে একটু সময় তো লাগবে।’

ঈদে ঘরমুখী মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার বিষয়ে তিনি বলেন, ‘এবারের ঈদে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একদিকে রাস্তাঘাট ভালো ছিল ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকায় রাজধানীসহ সারাদেশে কোনো মলম পার্টি বা অন্য কোনো দুষ্কৃতিকারী মানুষকে হয়রানি করতে পারেনি।’

তিনি বলেন, ‘যেকোন বছরের চেয়ে এ বছর বিনোদনকেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছিল এসব বিনোদন কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ফলে স্বাচ্ছন্দ্যে আনন্দ উপভোগ করতে পেরেছে দেশবাসী।’

বিমানের পাইলটের পাসপোর্ট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি এ বিষয়ে নিজে ভুলে পাসপোর্ট রেখে গেছেন বলেছেন। এটা তার ঠিক হয়নি।গাফিলতির দায়ে ইতোমধ্যে একজন এসআইকে সাসপেন্ড করেছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

তিনি বলেন, ‘আমরা নিজেরাও যখন বিদেশে যাই, তখন পাসপোর্ট শো করতে হয়। কিন্তু এখানে পাইলটের কাছে পাসপোর্ট কেন দেখা হলো না, তা খতিয়ে দেখব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বিমানবন্দরে পুলিশের বিশেষ শাখা ইমিগ্রেশন বিষয়টি দেখে। এখন এটা পাসপোর্ট বিভাগের হাতে দেওয়া হবে কিনা তা আমাদের আরও যাচাই করে দেখতে হবে।’

সম্প্রতি আমেরিকায় যুবক আটকের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি বাংলাদেশি বংশোদ্ভূত হলেও আমেরিকার নাগরিক। এ বিষয়ে আমাদের দেখার কিছু নেই। এটা সেদেশের আভ্যন্তরীণ বিষয়।’

এ সম্পর্কিত আরও খবর