ভোগান্তিবিহীন লঞ্চ যাত্রায় ঢাকায় ফেরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:44:31

ঈদুল ফিতর উদযাপন শেষে ব্যস্ততম নগরী রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। ছুটির দিন শেষ হওয়ায় ফের কর্মস্থলে যোগ দেবেন তারা। তবে সড়ক ও রেল পথের মতোই নৌ-পথে নেই যাত্রীদের চাপ। তাই কোনো ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছেন কর্মজীবীরা।

শনিবার (৮ জুন) সকালে রাজধানীর সদরঘাট ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি কাটিয়ে ব্যস্ততম মানুষ নৌ পথে ফিরছেন ঢাকায়। তাই সদরঘাটে ভিড়তে শুরু করেছে বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা লঞ্চ। তবে তার সংখ্যা ছিল খুব কম। এ কারণে ঘাটে মানুষের তেমন একটা উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সংখ্যা কম থাকায় ভোগান্তিও কম বলে জানিয়েছেন অনেকে।

যাত্রীরা বলছেন, ঈদের ছুটি শেষ। এর মাঝে শুক্রবার ও শনিবার সরকারি ছুটি। তাই ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়বে ৯ থেকে ১০ জুনের দিকে। তাই ভোগান্তিহীন যাত্রার জন্যই আগে ভাগে ফিরেছেন তারা।

ঘাটে কথা হয় বরিশাল থেকে আসা যাত্রী রকোনুজ্জামান অসীম। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ৩ থেকে ৪ দিন কোনোভাবে ঈদের ছুটি কাটিয়েই চলে আসতে হলো। অফিসের কাজও আছে।’

তিনি আরও বলেন, ‘তবে মানুষ এখনো পুরোপুরি ঢাকামুখী না হওয়ায় নির্বিঘ্নে আসতে পেরেছি। লঞ্চে তেমন একটা ভিড়ও ছিল না তাই কোনো অসুবিধা হয়নি।’

ভোলা থেকে আসা বাবলু হাসান নামের এক যাত্রী বার্তা২৪.কমকে বলেন, ‘ছুটি শেষ তাই আসতে হলো। আরও দু-একদিন পরিবারের সঙ্গে থাকতে পারলে ভালো লাগতো। তবে এখন যাত্রী সংখ্যা কম হওয়া ভোগান্তিতে পড়তে হয়নি।’

এর আগে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়ে যান লাখো মানুষ। এখন ছুটি শেষে আবারও ফিরতে শুরু করেছেন তারা।

এ সম্পর্কিত আরও খবর