ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-28 17:40:03

এক মাস সিয়াম সাধনার পর আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। আল্লাহর নৈকট্য লাভের আশায় একাগ্র চিত্তে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি।

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়।

এ বছর ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, মন্ত্রিপরিষদের সদস্যরা, বিচারপতিরাসহ সর্বস্তরের মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করেন।

জাতীয় ঈদগাহে নারী মুসল্লিদের জন্য আলাদা জায়গা রাখা হয়। এবার এক লাখ মুসল্লির নামাজের ব্যবস্থা করে ঈদগাহ ময়দান প্রস্তুতকারী সংস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে মোনাজাত করা হয়।

সারা মাস সিয়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, ক্ষমা ও স্বীকৃতি পাওয়ার দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন। তাই এ দিনের গুরুত্ব ও আদব অন্যদিনের চেয়ে অনেকটাই ভিন্ন। সেজন্যই এদিন ধনী গরিব ভেদাভেদ ভুলে সব মুসলমান এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

এ সম্পর্কিত আরও খবর