বৃষ্টিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ভোগান্তি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 09:47:52

জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা বৃষ্টিতে বিপাকে পড়েছেন।

দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় শেষ হলেও মুসল্লিরা মসজিদের ভিতর থেকে বের হতে পারছেন না। অন্যদিকে তৃতীয় জামাতের জন্য আগত মুসল্লিরাও ভিতরে প্রবেশ করতে পারেননি।

নামাজ পড়তে আসা মুসল্লিরা আশপাশের দোকান, ফুটওভার ব্রিজের নিচে গিয়ে আশ্রয় নিয়েছেন। তবে এর মধ্যে অনেকেই বৃষ্টিতে ভিজে গেছেন।

এর আগে বুধবার (৫ জুন) সকাল ৭টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

প্রথম জামাত শেষে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মা ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বায়তুল মোকাররমে ঈদের তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা, পঞ্চম ও সবশেষ জামাত সকাল পৌনে ১১টায়।

মঙ্গলবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে সৌদিআরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলার কয়েকটি গ্রামে মঙ্গলবার ঈদ উদযাপিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর