শহরের কোলাহল ছেড়ে গ্রামে ঈদের আমেজ

চট্টগ্রাম, জাতীয়

আবদুস সাত্তার, স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম | 2023-09-01 09:11:27

চট্টগ্রাম শহরের কোলাহল এখন গ্রামে গিয়ে ভিড়েছে। ফাঁকা হয়ে গিয়েছে চট্টগ্রাম শহর। ঈদকে সামনে রেখে শহর ছেড়ে চলে গিয়েছে মানুষজন। গ্রামকে ঘিরেই এখন ঈদের আনন্দ।

তাই বৈরী আবহাওয়া মাথায় নিয়েই মানুষজন আসছে দূর-দূরান্তের কর্মস্থল ছেড়ে গ্রামের মায়ায়, গ্রামের টানে। ঈদের ছুটিতে দীর্ঘদিন পরে স্বজনদের সান্নিধ্য পেতে নাড়ির টানে বাড়ি ফেরার আনন্দে অনেকেই এখনও গ্রামের পথে। এরমধ্যেই ফাঁকা হয়ে পড়েছে শহর নগর।

চট্টগ্রামের শহরের রাস্তাঘাট হঠাৎ করেই ফাঁকা হয়ে গিয়েছে, কোলাহল নেই বললেই চলে। শুধু ভিড় স্টেশন ও বাস টার্মিনালে। যে যার মতো ছুটছে গ্রামের পথে। যেন পথে পথেই দল বেঁধে ছুটে যাওয়ার মধ্যে ঈদের আনন্দ।

মঙ্গলবার (৪ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির সদর বিবিরহাট বাজারে দেখা যায়, এখানে শহরের মানুষের কোলাহল। বন্ধুবান্ধব একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে। কেউ কেউ দল বেধে ঘুরে বেড়াচ্ছে। শহর ফাঁকা হলেও ঈদের জন্যে আগে থেকেই মুখরিত হয়ে উঠেছে গ্রাম।

এদিকে ফাঁকা শহর পাহারা দিবে বলে জানিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান। নগরবাসীর নিরাপত্তার জন্য চার স্তরের বলয় গঠণ করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশের সুপার নুরে আলম মিনা বার্তা২৪ কে বলেন, 'গ্রামের প্রতিটি থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ ঈদের ছুটিতে এখন সব মানুষ গ্রামে। তাই গ্রাম বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।'

এ সম্পর্কিত আরও খবর