শেষ মুহূর্তের কেনাকাটায় বৃষ্টির বাগড়া

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 04:16:33

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের বাকি দু-একদিন। ঈদকে সামনে রেখে তাই কেনাকাটার কোনো ঘাটতি নেই। দীর্ঘ সময় ধরে চলা ঈদের কেনাকাটা প্রায় শেষ। এখন অধিকাংশ মানুষই ভিড় জমাচ্ছে টুপি, আতর, জায়নামাজ এবং নারীদের গহনা ও কসমেটিকসের দোকানে। এছাড়া ব্যস্ততার কারণে অনেকেই কেনাকাটা করতে পারেননি, এখন পালা তাদের।

কিন্তু ঢাকায় শেষ মুহূর্তের কেনাকাটা জমে ওঠার আগেই বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। তবে সকালের বৃষ্টি শেষ হওয়ার পর থেকেই জমতে শুরু করেছে বাজার। শেষদিনে টুপি, আতর আর জায়নামাজের দোকানগুলোর সাথে মেয়েদের গহনা, কসমেটিকসসহ বিভিন্ন আইটেমের জিনিসের জন্য ভিড় জমতে শুরু করেছে মার্কেটগুলোতে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নতুন পোশাক কেনার পর অধিকাংশ মানুষই তাই ভিড় জমাচ্ছে টুপি, আতর আর জায়নামাজের দোকানে। নারীরা নজর রাখছেন বিভিন্ন প্রশাধনীর উপর। রুপচর্চার জন্য কসমেটিকসের দোকানগুলোতে নারিদের ভিড় লক্ষণীয়। একই সঙ্গে ঈদের দিনের জন্য সেমাই, চিনি, কিসমিস কিনতে মুদি দোকানেও ভিড় জমিয়েছেন অনেকে।

কাটাবন জামে মসজিদের সামনের ফুটপাতে ভেনে করে আতর, টুপি, তসবিসহ যাবতীয় জিনিস বিক্রি করেন আলম মিয়া। তিনি বার্তা২৪. কমকে বলেন, ‘সকালে বৃষ্টির কারণে বেচাকেনা কম ছিল। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর ক্রেতারা আসতে থাকে। বিশেষ করে নামাজ শেষ হওয়ার পর বিক্রি অনেক বেড়ে যায়। এতদিন মানুষ কাপড়-চোপড় কিনছে। আর আমার কাছে শেষ সময়ে এসেছে টুপি, আতর, সুরমা, জায়নামাজ কিনতে। আজ আমার বেচাকেনা ভালোই হচ্ছে।’

 

ইস্টার্ন প্লাজায় শাহনাজ নামের এক নারী ক্রেতার সঙ্গে বার্তা২৪.কম-এর কথা হয়। তিনি বলেন, ‘রোজার শুরু থেকেই কেনাকাটা করেছি। কিন্তু শেষ সময়ে এসে মনে হলো কিছু কেনা বাকি রয়ে গেছে। তাই সেগুলো কিনতে এসেছি।’

শাহজাদপুরের সুবাস্তু শপিংমলে ঘড়ি কিনতে আসেন ফারুক আহমেদ বার্তা২৪.কমকে জানান, ‘ঘড়ি কিনতে এসেছি। ঈদে হাতে ঘড়ি পড়ে ঘুরতে বের হবো। তবে হঠাৎ বৃষ্টিতে একটু ভিজতে হয়েছে।’ 

প্রতিবছরের মতো এবারও শেষ সময়ে বিক্রি বেড়েছে আতর, টুপি, জায়নামাজ, সুরমা ইত্যাদি পণ্যের। রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিংমলগুলোতে মিলছে এসব পণ্য। কোয়ালিটির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে দাম।   

এ সম্পর্কিত আরও খবর