ক্রেতা ও যাত্রীদের ভোগান্তি লাঘবে সতর্ক র‌্যাব-১৩

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 09:28:48

ঈদুল ফিতরকে ঘিরে রংপুরে বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও বিভিন্ন বিপণি বিতান পরিদর্শন করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের নেতৃত্বে একটি দল।

সোমবার (৩ জুন) দুপুরে রংপুর মহানগরীর জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, রজনীগন্ধা মার্কেটসহ বেশকিছু মার্কেট পরিদর্শন করে তারা। এ সময় যাত্রীদের দুর্ভোগ ও কেনাকাটা করতে জনসাধারণের ভোগান্তি লাঘবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন মোজাম্মেল হক।

এদিকে বিপণি বিতান পরিদর্শন শেষে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে যান র‌্যাবের পরিদর্শন দল। তারা সেখানে যাত্রী হয়রানি বন্ধে এবং কালোবাজারে টিকিট বিক্রি চক্রের সদস্যদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতার বিষয়টি অবগত করেন।

এ সম্পর্কিত আরও খবর