বিমানের অভিজ্ঞ কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 18:36:44

বাংলাদেশ বিমানে দীর্ঘদিন কর্মরত কর্মচারীদের মধ্যে যারা ১২ বছর সফলভাবে চাকরি সম্পন্ন করেছেন তাদের পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল।

সোমবার (৩ জুন) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৩ জন কর্মচারীকে ক্যাজুয়াল থেকে চুক্তিভিত্তিক করার প্রস্তাবনা দেন এ কর্মকর্তা।

তিনি বলেন, কোম্পানিতে পরিণত হবার পর দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানের চূড়ান্ত জনবল কাঠামো অনুমোদিত হয়েছে। এছাড়া সংস্থার বিভিন্ন বিভাগে কর্মরত নৈমিত্তিক ভিত্তিক জনবলকে পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক কর্মচারীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা ও সক্ষমতা বিবেচনা করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমানকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে ক্যাপ্টেন জামিল বলেন, যাত্রীদের সেবা প্রদান নিশ্চিত করতে হবে। বিশেষ অবদান রাখার জন্য বিমানকর্মীদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর