রাজধানীর ৫৫৭ স্থানে ঈদ জামাত

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 20:17:21

ঈদুল ফিতরের নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজধানীতে ঈদ জামাতের স্থান নির্ধারণ করে দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

দুই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত জায়গায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠসহ রাজধানীর ৫৫৭টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

দুই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে পাঁচটি করে ৫৫৫টি এবং জাতীয় ঈদগাহ ও ঢাকা বিশ্ববিদ্যায় মাঠে একটি করে জামাত অনুষ্ঠিত হবে।

এ বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে পাঁচটি করে মোট ২৭০টি স্থানে ঈদ জামাতের জন্য প্যান্ডেল করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭টি ওয়ার্ডে পাঁচটি করে মোট ২৮৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে মসজিদ, মাদরাসায়ও জামাত অনুষ্ঠিত হবে।

নিজ নিজ এলাকায় সুষ্ঠুভাবে ঈদ জামাতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেজন্য বিশেষ সামিয়ানার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, রাজধানীর প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে নারীদের জন্য আলাদা জায়গা থাকবে। জাতীয় ঈদগাহে এক সঙ্গে যাতে এক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর