বৃষ্টিবিঘ্নিত খুলনার ঈদ বাজার

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-09-01 03:52:28

রোজার শেষ দিকে এসে খুলনার ঈদ বাজার জমে উঠলেও বৃষ্টিতে আবারও ছন্দপতন ঘটেছে। প্রচণ্ড গরমের পর স্বস্তির এ বৃষ্টিতে ক্রেতারা কেনাকাটা করতে পারেননি বরং অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন।

রোববার (২ জুন) সকাল থেকেই খুলনার আকাশ জুড়ে হালকা মেঘের আনাগোনা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মেঘ ঘন হতে শুরু করে। বেলা ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে ঈদবাজারের ক্রেতারা বিপাকে পড়েন। বৃষ্টিতে খুলনার কয়েকটি মার্কেট ও শপিং মলের এলাকার রাস্তায় পানি জমে যায়। এতে ভোগান্তির শিকার হন ঈদের কেনাকাটা করতে আসা মানুষজন।

বৃষ্টিতে থেমে নাই ক্রেতারা, ছবি: বার্তা২৪

 

খুলনার নিউ মার্কেট, শিববাড়ী, সোনাডাঙ্গা, ডাকবাংলা মোড়, রেলওয়ে মার্কেট, পিকচার প্যালেস, বড় বাজার ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে কয়েকটি মার্কেট এলাকায় পানি জমে গিয়েছে। ঈদ বাজারের কেনাকাটা করতে আসা ক্রেতারা বৃষ্টির কারণে মার্কেটেই আটকে পড়েন। অস্থায়ী বিপণিবিতানের পোশাক বৃষ্টিতে ভিজেও যায়। তবে বৃষ্টিতে অভিজাত বিপণিবিতানের থেকে অস্থায়ী বা ফুটপাতের বিক্রেতাদের বেশি ক্ষতি হচ্ছে বলে শোনা যায়।

ফুটপাতে পোশাক বিক্রেতা আব্দুল মুন্সি বার্তা২৪.কমকে বলেন, সকালের বৃষ্টিতে আমার কিছু কাপড় ভিজে গিয়েছে। তারপর ত্রিপল দিয়ে কোনোমতে বৃষ্টি আটকালেও মানুষ কেনাকাটা করতে আসতে পারেনি। এখনই বেচাবিক্রির সময়। বৃষ্টি হলে বিক্রি বন্ধ হয়ে যায়।

খুলনার কারণে রাস্তায় পানি জমে গিয়েছে, ছবি: বার্তা২৪

 

জলিল মার্কেটের ব্যবসায়ী মোনতাসীর আল মামুন বার্তা২৪.কম কে বলেন, ‘রোজার শুরু থেকে প্রচণ্ড গরমের জন্য ক্রেতারা কেনাকাটা করতে পারেনি। এখন তো সময় প্রায় শেষ। এখন একটু ক্রেতার চাপ বাড়ছে। এ সময় বৃষ্টি বাগড়া হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলে ক্রেতারা বের হতে পারেন না। আশা করছি বৃষ্টি থেমে গেলে ক্রেতা সমাগম বাড়বে।

বৃষ্টি বিপাকে পড়া ঈদ বাজারের ক্রেতা রেদোয়ান আহমেদ বার্তা২৪.কম কে বলেন, ‘সকালে পরিবারের জন্য কেনাকাটা করতে এসে বৃষ্টিতে আটকে পড়েছি। কেনাকাটা করার জন্য একটুও ঘুরতে পারিনি। রাস্তার পানি থেকে কাদা লেগে গেসে। কোনোরকমে ফিরতে পারলে হয় আরকি।’

বৃষ্টিতে এক হাতে ছাতা অন্য হাতে রিকশার হ্যান্ডল ধরেই যাত্রীকে নিয়ে যাচ্ছেন তার গন্তব্যস্থলে, ছবি: বার্তা২৪

 

দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ায় অপেক্ষায় আছেন খুলনার ঈদ বাজারের ক্রেতা-বিক্রেতারা। বিশেষত মধ্যবিত্ত ও নিন্মবিত্তরাই ঈদের আগের এ মূহুর্তের কেনাকাটা করেন। বৃষ্টি কারণে ক্রেতা বিক্রেতার ঈদ কেনাকাটায় ভাটা পড়েছে।

এ সম্পর্কিত আরও খবর