ট্রেনে ঈদযাত্রা: স্টেশনে ঘরমুখো মানুষের ঢল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 12:14:37

ঘোষণা অনুযায়ী ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ঢল নেমেছে। ঈদকে কেন্দ্র করে ঘরে ফিরতে অগ্রিম টিকেট কাটা যাত্রীরা শুক্রবার (৩১ মে) ভোর থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন।

কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, ঘরমুখো যাত্রীরা ব্যাগসহ কেউ পরিবারের সদস্যদের নিয়ে আবার কেউবা একাই ছুটছেন। স্টেশনে ছুটতে থাকা মানুষের যেন একটাই ধ্যান, কখন ঘরে ফিরবে।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় থাকা খোরশেদ আলম বার্তা২৪.কম-কে বলেন, 'কাল অফিস ছুটি হয়েছে কিন্তু টিকিট না পাওয়ার কারণে আজকে যাচ্ছি। তবে ভালো লাগছে, কমলাপুর স্টেশনে মানুষের অনেক ভিড়। বোঝাই যাচ্ছে ঈদ চলে এসেছে।'

রাজশাহীগামী আরেক যাত্রী নিলুফার ইয়াসমিন বার্তা২৪.কম-কে বলেন, 'পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া নিশ্চয় অনেক আনন্দের। ঘরে ফিরছি এতে আমার অনেক ভালো লাগছে। তবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য সকল ট্রেনগুলো যেন সিডিউল অনুযায়ী ছাড়ার চেষ্টা করা হয়।'

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বার্তা২৪.কম-কে বলেন, 'ঈদ যাত্রার আজ প্রথম দিন, সে হিসেবে মানুষের ঢল দেখবেন, সেটা স্বাভাবিক। তবে ঘরমুখো যাত্রীদের স্টেশনে এসে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।'

ঈদের আগ পর্যন্ত কমলাপুর স্টেশনে মানুষের চাপ বাড়তেই থাকবে বলেও জানান তিনি।

কমলাপুর স্টেশনে সকাল থেকে একে একে খালি ট্রেনগুলো যাত্রীদের বহন করে চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। ঈদে বাড়ি ফিরতে পদে পদে ভোগান্তি ও দুর্ভোগ তবুও শেকড়ের টানে শত ভোগান্তি উপেক্ষা করে স্বজনদের কাছে পৌঁছানোর চেষ্টা সবার। সে কারণেরই রেল স্টেশন মানুষের এমন ঢল।

এ সম্পর্কিত আরও খবর