পরিবহন মালিকদের সহায়তা চাইলেন সিএমপি কমিশনার

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-31 15:00:55

কোনো ধরনের হয়রানি না নিয়ে ও বাড়তি ভাড়া না নিয়ে ঘরমুখো যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের সহায়তা চাইলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান।

তিনি বলেছেন, ‘ঈদ যাত্রাকে কেন্দ্র করে বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষ যেন ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব না হারায়, সেই লক্ষ্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ কাজ করছে।’

‘পরিবহন মালিকদের অনুরোধ করব, লাইসেন্স ছাড়া কোনো গাড়ি ও চালক নিয়ে রাস্তায় নামবেন না। এমন গাড়ি ও চালককে যেখানে পাওয়া যাবে, আইনের আয়ত্তায় আনা হবে।’

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নগরীর অলংকার মোড়ের বাস কাউন্টার পরিদর্শন শেষে বাস ও শ্রমিকদের নেতাদের উদ্দেশ্য এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, ‘ঘরমুখো যাত্রীদের নিরপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। রমজানে আইনশৃঙ্খলা বাহিনী সুরক্ষা দিয়েছে, একইভাবে ঈদেও আনন্দ, ফুর্তির সাথে বাড়িতে পৌঁছে দেওয়ার সুরক্ষা নিশ্চিত করবে।’

যাত্রীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘যাত্রার সময় খেয়াল করবেন, আপনি সুরক্ষিত আছেন কিনা। আপনার আশেপাশের লোক ও যে বাসটিতে উঠেছেন সেটি নিরাপদ কিনা। কোনো অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবেন না।’

এর আগে সিএমপি কমিশনার কাউন্টার ঘুরে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় পরিবহন মালিকরাও সার্বিক সহযোগিতা প্রদানে সিএমপি কমিশনারকে আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও তদন্ত) আমেনা বেগম উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর