হতদরিদ্রদের মুখে ‘মা’র খাদ্য

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, রংপুর | 2023-08-28 23:15:11

মাহে রমজান ও ঈদকে ঘিরে রংপুরের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে কয়েক শতাধিক হত-দরিদ্রদের মাঝে দাতা সংস্থা ‘মা’ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মে) বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেতগাড়া এলাকায় রংধনু উন্নয়ন কেন্দ্র-আরডিসি নামে একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে।

এতে হত-দরিদ্র পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, আলু, চিনি, তেল, ছোলা ভরা একটি করে প্যাকেট তুলে দেয়া হয়। ঈদের আগে এমন খাদ্য সহায়তা পেয়ে হত-দরিদ্র নারী-পুরুষদের চোখে মুখে কিছুটা স্বস্তির হাসি দেখা যায়।

এসময় অনুষ্ঠানে মানবাধিকার সংস্থা দ্যা ইউনিটি ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশের চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী নওশাদ, সচিব আশিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন সংস্থার সহকারী কর্মকর্তা এমদাদুল হক, রংধনু উন্নয়ন কেন্দ্রের এরিয়া ম্যানেজার শামীম রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের রংপুর বিভাগীয় স্টাফ রিপোর্টার ফখরুল শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, দাতা সংস্থা মা’সহ বিভিন্ন বেসরকারি দাতা সংস্থার সহায়তায় খাদ্য বিতরণের উদ্যোগ নেন তারা। শুধু মিঠাপুকুর নয়, গঙ্গাচড়া, পীরগাছা, তারাগঞ্জসহ রংপুরের প্রতিটি উপজেলায় খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুধু ঈদ নয় সারা বছর তাদের খাদ্য বিতরণ কার্যক্রম চালু থাকবে। ##

 

এ সম্পর্কিত আরও খবর