জিসান হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 20:51:39

ইউরোপীয় ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান (২৪) হত্যাকাণ্ডের মামলায় নোমান নামে এক আসামিকে গ্রেফতার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ।

সোমবার (২৭ মে) শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত)  আবুল কালাম আজাদ এ তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান হত্যা মামলার অন্যতম আসামি নোমানকে রোববার রাতে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই মামলার মূল আসামি হাসিবুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ, গত মে গাজীপুরের গাছা ইউনিয়নের কামারজুরি এলাকার মধ্যপাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে ইসমাইল হোসেন জিসানের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তিনি ১২ দিন নিখোঁজ ছিলেন।

নিহত ইসমাইল রাজধানীর শ্যামলীর ২ নম্বর রোডে বন্ধুর সঙ্গে ভাড়া থাকতেন। তিনি গাজীপুর জেলার গাছা থানার কাথোরা গ্রামের সাব্বির হোসেন শহীদের ছেলে। ইসমাইল একটি  সিভিল বিভাগের ছাত্র ছিলেন। পড়াশোনার ফাঁকে ইসমাইল রাইড শেয়ারিং সার্ভিস পাঠাওয়ের মোটরসাইকেল চালাতেন।

এ সম্পর্কিত আরও খবর