বিস্ফোরকটি গাড়িতে না বাইরে ছিল নিশ্চিত না: মনিরুল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-22 00:25:30

রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকটি কোথায় রাখা হয়েছিল সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। রোববার (২৬ মে) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। বিস্ফোরকটি ছুড়ে মারা হয়েছে, নাকি আগে থেকে প্ল্যান করে রাখা হয়েছিল। তা জানতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। তারা পরে বলতে পারবেন।

তিনি আরও বলেন, এখানে পাশেই রয়েছে এসবি অফিস ও সিআইডি অফিস। এই মোড়ে সবসময় পুলিশের গাড়ি স্ট্যান্ডবাই থাকে। তাই বিষয়টি নাশকতার উদ্দেশ্যে হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় কারা জড়িত ছিল তা সুনির্দিষ্টভাবে এখনও বের করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, রোববার (২৬ মে) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর মালিবাগ মোড়ে পল্টন থানা পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গাড়িতে থাকা একজন নারী পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই পথচারীসহ তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর