শেষ দিনের মতো বিক্রি চলছে ট্রেনের আগাম টিকিট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 04:21:14

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শেষ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে। রোববার (২৬ মে) দেওয়া হচ্ছে ৪ জুনের আগাম টিকিট। ৪ জুন ঈদের আগে শেষ কর্মদিবস হওয়াই ট্রেনে বাড়ি ফিরতে টিকিট কাটতে ভিড় জমিয়েছেন টিকিট প্রত্যাশীরা।

রোববার কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা যায়, ঘরে ফেরার টিকিট কাটতে শেষ দিনের মতো লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা। সকাল ৯টা থেকে টিকিট দেওয়া শুরু হয়। কমলাপুর রেল স্টেশন থেকে পশ্চিমাঞ্চলগামী যমুনা সেতুর উপর দিয়ে যাওয়া সকল আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।

শেষ দিনের টিকিট কাটতে আসা ব্যবসায়ী মহসিন আলী বার্তা২৪.কম-কে নলেন, ‘যেহেতু এবার ঈদের লম্বা ছুটি আছে, তাই এক সাথে ঢাকা ছাড়ার চাপটা কম হতে পারে। সেই জন্যই আজকে অগ্রিম টিকিট নিতে এসেছি। ঈদের আগে এটি শেষ কর্মদিবস হবে ৪ জুন। এই দিন আমি রংপুরের উদ্দেশে যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছি।’

রাফিয়া সুলতানা নামের এক যাত্রী বার্তা২৪.কম-কে বলেন, ‘আমি খুলনা যাবার আগাম টিকিট কাটতে এসেছি। অন্যান্য দিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের ভিড় একটু কম। একাধিক জায়গায় টিকিট দেওয়ার ফলে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে আমরা আশা করব এবারের সমস্যাগুলো সামনের বার আমলে নিয়ে টিকিট দেওয়ার পক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।’

বরাবরের মতোই গত চার দিন ধরে রেল সেবা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে না পারায় ক্ষোভ প্রকাশ করে চাকরিজীবী হুমায়ুন আজাদ বার্তা২৪.কম-কে বলেন, ‘আজকে ট্রেনের টিকিট দেওয়ার শেষ দিন। শত চেষ্টার পরও অ্যাপস-এর মাধ্যমে টিকিট কাটতে না পেরে আজ বাধ্য হয়ে সরাসরি এসেছি। তবে কর্তৃপক্ষের এত ঢাকঢোল পিটিয়ে এই অ্যাপ, অনলাইনে টিকিট পাওয়া যাবে এসব কথা না বলাই ভালো ছিল।’

এদিকে ঈদের ছুটিকে সামনে রেখে কমলাপুর স্টেশনসহ বনানী, বিমানবন্দর, তেজগাঁও, ফুলবাড়িয়া পুরাতন রেল ভবন থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত গত বুধবার ২১ মে থেকে। গত পাঁচ দিন কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো।

এ সম্পর্কিত আরও খবর