ইউএন-হ্যাবিটেট অ্যাসেম্বলিতে কেনিয়া যাচ্ছেন গণপূর্ত মন্ত্রী

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 03:18:50

কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইউএন-হ্যাবিটেট অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে যোগ দিতে সেদেশে সফরে যাচ্ছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

শনিবার (২৫ মে) গণপূর্ত মন্ত্রী কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেনিয়ার রাজধানী নাইরোবিতে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী জাতিসংঘের আবাসন সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। উক্ত অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সরকারি-বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিগণের যোগ দেওয়ার কথা রয়েছে।

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম। তিনি অধিবেশনে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। রোহিঙ্গা সমস্যার উপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য প্রদানের কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর