ভেজাল খাদ্যে প্রতি বছর সাড়ে ছয় লাখ মানুষ নানা রোগে আক্রান্ত হয়

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম রংপুর | 2023-08-26 13:38:04

ভেজাল খাদ্য গ্রহণে প্রতি বছর সাড়ে ছয় লাখ মানুষ ক্যান্সার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব--১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘শুধু ভেজাল খাদ্য গ্রহণের কারণে প্রতি বছর দেশে ৩ লাখ মানুষ ক্যান্সারে, ২ লাখ লোক কিডনি রোগে, দেড় লাখ লোক ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এই ভয়ংকর মহাদুর্যোগ ঠেকাতে র‌্যাব-১৩ রংপুরে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।’

বৃহস্পতিবার (২৩ মে) রাতে খাদ্যে ভেজালবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বার্তা২৪.কমকে এসব কথা বলেন।

র‌্যাব--১৩ অধিনায়ক বলেন, ‘বতর্মান সময়ে খাদ্যে ভেজাল আমাদের জাতীয় জীবনে এক মহাদুর্যোগের নাম। মানুষের সুস্বাস্থ্য এবং বেঁচে থাকার জন্য পুষ্টিকর খাবার অতি জরুরি। কিন্তু আমরা খাদ্যের নামে কী গ্রহণ করছি। ভেজাল খাদ্যের করাল গ্রাস থেকে রক্ষায় র‌্যাবের অভিযান চলছে।’

মোজাম্মেল হক বার্তা২৪.কমকে বলেন, ‘বৃহস্পতিবার রংপুরে র‌্যাবের ভেজাল খাদ্য বিরোধী অভিযানে খাদ্য উৎপাদনকারী ৩টি কারখানা, ১টি খাবারের হোটেল ও ১টি নিষিদ্ধ পলিথিন কারখানাকে সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জব্দকৃত প্রায় ২০ লাখ টাকার পলিথিন ও ভেজাল খাদ্য মোবাইল কোর্টের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।’

তিনি বলেন, ‘শুধু রমজান মাসে নয়, র‌্যাব সারা বছরই এ ধরণের অভিযান অব্যহত রাখবে। ভেজাল খাদ্য উৎপাদনকারীরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। তাদেরকে মোকাবেলা করতে সবাইকে সচেতন হতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর