৫৪ কোটি টাকার বস্তা কিনবে খাদ্য মন্ত্রণালয়

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 23:28:21

সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) কাছ থেকে ৩০ কেজি ধারণ ক্ষমতার মোট এক কোটি পিস হেসিয়ান বস্তা কিনবে খাদ্য মন্ত্রণালয়। এতে খারচ হবে ৫৪ কোটি টাকা। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২২ মে) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল/ ছবি: সংগৃহীত

 

বিভিন্ন কারণে বিজেএমসির পাটকলগুলো অধিকাংশ সময় বন্ধ থাকে, ফলে তাদের এই বিপুল পরিমাণ বস্তা উৎপাদনের সক্ষমতা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পটকলগুলোতে ৪৪ হাজার কর্মী রয়েছেন। এখনও তাদের বেতন দেওয়া হচ্ছে। তাই আমি আশা করি অবশ্যই এ পরিমাণ বস্তা উৎপাদন করা সম্ভব।’

অর্থমন্ত্রী বলেন, ‘বৈঠকে পাবনা জেলার বেড়া উপজেলায় তিন দশমিক ৭৭ মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের একটি ক্রয় প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। যৌথভাবে এটি বাস্তবায়ন করবে মোস্তফা মটর লিমিটেড ও সোলারল্যন্ড ইলেকট্রিক সাইন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড। ২০ বছর মেয়াদে এ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ঘণ্টা আট দশমিক ৫৯ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে ভূরুঙ্গামারী-সোনাইহাট স্থলবন্দর-ভিতরবন্দ-নাগেশ্বরী মহাসড়কের দুধকুমারনদীর ওপর একটি সেতু স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ১৩৬ কোটি টাকা ব্যয়ে এ ব্রিজটি নির্মাণ করবে এমএম বিল্ডার্স লিমিডেট।’

এছাড়া পূর্বাচল সিটিতে সার্ফেস ওয়াটার তথা মাটির উপরিভাগের পানি সরবরাহ করতে চায় সরকার। এজন্য এ সংক্রান্ত একটি চূড়ান্ত প্রস্তাব দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পূর্বাচল সিটিতে মেঘনা নদী থেকে পানি আনার পরিকল্পনা রয়েছে। তবে যে পর্যন্ত মেঘনা থেকে পানি না আসবে সে পর্যন্ত সার্ফেস ওয়াটার তথা মাটির উপরিভাগের পানির ব্যবস্থা করা হবে। কারণ ভূগর্ভস্থ পানি ব্যবহার করলেঅনেক সমস্যা হতে পারে। এ প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এছাড়া বৈঠকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর