রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪ | 2023-08-30 22:41:17

বৈশাখ মাস শেষ হলেও রাজধানীতে হঠাৎ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে বিদ্যুৎও চমকাচ্ছে। সাথে বজ্রপাতও রয়েছে।

বুধবার (২২ মে) রাত সাড়ে ১১টায় এ ঝড়ো বাতাস শুরু হয়। এরপর ধীরে ধীরে ভারী বৃষ্টি শুরু হয়। এতে তাপমাত্রাও কমে যায়। ঝড়ের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

এদিকে রাস্তায় থাকা ব্যস্ত মানুষরা ঝড় ও বৃষ্টির কারণে আটকা পড়েন বিভিন্ন জায়গায়। অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশেপাশের দোকানপাট ও ভবনে ছুটে যান।

এর আগে বুধবার সকালে আকাশ মেঘলা হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। তবে তা অল্প সময়ে থেমে যায়। এরপর দিনভর প্রখর রোদের দেখা মেলে। রোদের তাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের ফাঁকে ফাঁকে মেঘও চোখে পড়ে। ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস কোনো কোনো সময় ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।

এ সম্পর্কিত আরও খবর