সিলেটে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-29 22:49:20

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দূরপাল্লার বাস-মিনিবাসের ফিটনেস পরীক্ষা শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বুধবার (২২ মে) দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস-টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া গাড়ির কাগজপত্র চেক করেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, কোনো ভাবেই ফিটনেসবিহীন বাস মহাসড়কে চলতে দেয়া হবে না। অনুমোদনহীন এসব বাস মহাসড়কে দেখলেই জব্দ করা হবে।

তিনি জানান, পবিত্র ঈদে যাত্রী সাধারণের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ। এ ক্ষেত্রে চালক, মালিক ও যাত্রী সবাইকে সচেতন হতে হবে। কোনো অবস্থাতেই জরাজীর্ণ গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উল্লেখ্য, অভিযানকালে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ সম্পর্কিত আরও খবর