পশ্চিমাঞ্চলের টিকিট দেয়া হচ্ছে কমলাপুর থেকে

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 07:32:26

কমলাপুর রেলস্টেশন থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।

বুধবার (২২ মে) সকালে কমলাপুর রেল স্টেশন ঘুরে এ চিত্র দেখা গেছে।

কমলাপুর থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তনগর যেসব ট্রেনের টিকিট পাওয়া যাবে সেগুলো হলোঃ

ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস। যার মোট আসন সংখ্যা ১১৪০ টি। সিল্কসিটি এক্সপ্রেস। আসন সংখ্যা ১১৪০ টি, পদ্মা এক্সপ্রেস। আসন সংখ্যা ১০৬৮ টি।

ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। মোট আসন সংখ্যা ৮৮২ টি। চিত্রা এক্সপ্রেস। আসন সংখ্যা ৮৩৪ টি।

ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস। আসন সংখ্যা ৯৬৬ টি। দ্রুতযান এক্সপ্রেস। আসন সংখ্যা ৮৯৪ টি, নীলসাগর এক্সপ্রেস। আসন সংখ্যা ৯৬৬ টি।

ঢাকা থেকে রংপুরগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস। যার আসন সংখ্যা ৬৬২ টি।

ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস। যার আসন সংখ্যা ৫৮৮ টি।

ঢাকা থেকে সিরাজগঞ্জ গামী আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস। যার আসন সংখ্যা ১০২৩ টি।

অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রী ফয়সাল হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘ঈদের সময় যেহেতু যাত্রীদের চাপ বেশি থাকে তাই রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ছিল আরও আসন সংখ্যা বাড়ানো। তাহলে যাত্রীরা ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারত।’

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে সকল রুটে ১৩শ থেকে ১৪শ নতুন বগি সংযোজন করা হয়েছে। ঈদের তিন দিন আগে থেকে সকল রুটে আট জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হবে।

এ সম্পর্কিত আরও খবর