ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 00:37:13

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা বিমানবন্দর স্টেশন, তেজগাঁও স্টেশন, বনানী ও ফুলবাড়িয়া স্টেশন থেকে একযোগে টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (২২ মে) প্রথম দিনে বিক্রি হচ্ছে ৩১ মে তারিখের অগ্রিম টিকিট। সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, ১ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ১৩ মে, ২ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ২৪ মে, ৩ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ২৫ মে এবং ৪ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে ২৬ মে।

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, অগ্রিম টিকিট প্রত‍্যাশীরা ভোর থেকেই টিকিটের জন্য অপেক্ষা করছেন। সময় পার করছেন দাঁড়িয়ে, বসে কিংবা গল্পগুজব করে।

এদিকে রেলওয়ে কর্মকর্তারা টিকিট বিক্রির ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে সবাই নিজ নিজ অবস্থান থেকে লাইনে দাঁড়িয়ে যান।

প্রতি বছরের ন্যায় এবারো নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে। জয়দেবপুর, গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জ, তারাকান্দিগামী যাত্রীদের জন্য তিস্তা, ব্রহ্মপুত্র, অগ্নিবীনা ও যমুনা এক্সপ্রেসের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে তেজগাঁও স্টেশন থেকে।

এ সম্পর্কিত আরও খবর