এবার জাতীয় পর্যায়ে লড়ছে ক্ষুদে বিজ্ঞানী নোমান

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:41:52

বায়ু বিদ্যুৎ প্লান্ট তৈরি করে রীতিমতো হইচৈই ফেলে দেওয়া আব্দুল্লাহ আল নবী (নোমান) এবার দেশ সেরা হওয়ার লড়াইয়ে অংশগ্রহণ করছে।

আগামী ২৩ মে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে সে। এ কারণে মঙ্গলবার (২১ মে) রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা দেয় নোমান ও তার পরিবারের সদস্যরা।

আব্দুল্লাহ আল নবী নোমান মেহেরপুরের গাংনীর তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের প্রভাষক জাবলুন্নবী ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত সুলতানার ছেলে। সে লাইসিয়াম স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

আরও পড়ুন: দেশ সেরা হতে ঢাকায় যাচ্ছে ক্ষুদে বিজ্ঞানী নোমান

শিশু একাডেমির জাতীয় শিশু প্রতিযোগিতা ২০১৯-এ গাংনী উপজেলা, মেহেরপুর জেলা চ্যাম্পিয়ন হয়ে খুলনায় বিভাগীয় পর্যায়ে যায় নোমান। সেখানেই তার যন্ত্রের সফল পরীক্ষা দেখিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। এবার ঢাকায় দেশ সেরা হওয়ার দৌঁড়ে অংশ নিচ্ছে নোমান।

নোমানের বাবা কলেজ শিক্ষক জাবলুন্নবী জানান, বিজ্ঞান যন্ত্র ক্যাটাগরিতে নোমান লড়বে। ২৩ থেকে ২৫ মে এর মধ্যে যে কোন একদিন প্রতিযোগিতা হবে। সারা দেশের বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়নরা সেখানে তাদের প্লান্ট ও কার্যকারিতা প্রদর্শনা করবে।

এ সম্পর্কিত আরও খবর