সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যানবাহন থামানো যাবে না: আইজিপি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 06:36:14

ঈদে মহাসড়কে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো যানবাহন না থামানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

মঙ্গলবার (২১ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, 'আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ঈদের সময় মহাসড়কে বাস থামানো যাবে না।'

তিনি বলেন, 'মহাসড়কের চাঁদাবাজি বন্ধে জেলা ও হাইওয়ে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। এজন্য হাইওয়ে ও থানা পুলিশ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'

এছাড়া মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর