কেরানীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 16:37:15

রাজধানীর কেরানীগঞ্জে ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে বিভিন্ন ধরনের জুস, ড্রিংকস ও শিশুখাদ্য তৈরি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠান দু’টি হলো-রহমত ফুড প্রডাক্ট ও ইয়ায়কো ফুড অ্যান্ড এগ্রো লিমিটেড। একই সঙ্গে প্রতিষ্ঠান দু’টির কারখানা সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) কেরানীগঞ্জের গুদারাঘাট এলাকায় র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, এ প্রতিষ্ঠান দু’টি দীর্ঘদিন ধরে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দিয়ে বিভিন্ন ধরনের জুস, ড্রিংক ও শিশুখাদ্য তৈরি করে আসছে-এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার প্রতিষ্ঠান দু’টিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় রহমত ফুড প্রডাক্টকে ছয় লাখ ও ইয়ায়কো ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠান দু’টি।

 

এ সম্পর্কিত আরও খবর