আবারও 'রস' মিষ্টিতে তেলাপোকা, ৪ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-11 14:59:51

আবারও রস মিষ্টিতে তেলাপোকা পাওয়া গেছে। তাছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি মিষ্টি রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২১ মে) যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় রস মিষ্টির কারখানা পরিদর্শন শেষে এ জরিমানা করা হয়। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

২১ মে প্যাকিং করা মিষ্টির বক্সে তারিখ দেওয়া হয়েছে ২২ মে, ছবি: বার্তা২৪.কম

 

তিনি বলেন, মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠান রসের কারখানা পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, ফ্রিজে রাখা বাসি মিষ্টি নতুন বানানো মিষ্টির সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি আর মিষ্টি তৈরির কাঁচামাল একই পাত্রে রাখা হয়েছে। তাতে আবার তেলাপোকা ছাড়াও বিভিন্ন পোকামাকড় পাওয়া গেছে।

রস মিষ্টিতে তেলাপোকা পাওয়া গেছে, ২২ মে, ছবি: বার্তা২৪.কম

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই সহকারী পরিচালক আরও বলেন, প্রতিষ্ঠানটির আরেকটি গুরুতর অপরাধ হলো-যে তারিখে মিষ্টি উৎপাদন করা হয়। প্যাকেটে একদিন এগিয়ে উল্লেখ করা হয়েছে। আজকের তৈরি মিষ্টিতে বসানো হয়েছে ২২ মে তারিখ। সবকিছু মিলে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কয়েকদিন আগেও মিষ্টিতে তেলাপোকা পাওয়ায় এই প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


এ সংক্রান্ত আরও নিউজ পড়ুন: 'রস' মিষ্টিকে ১২ লাখ টাকা জরিমানা

এ সম্পর্কিত আরও খবর