পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করেনি বাংলাদেশ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 06:21:46

পাকিস্তানি নাগরিকদের জন্য কোনো ধরনের ভিসা বন্ধ করেনি বাংলাদেশ। তবে নিরাপত্তাজনিত কারণে বিশেষ ক্ষেত্রে কিছু ব্যক্তিকে ভিসা দেওয়া হয় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

তিনি বলেছেন, 'পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বন্ধ করা হয়েছে এ ধরনের কোনো নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়নি।'

মঙ্গলবার (২১মে) দুপুরে নিজ কার্যালয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, 'ব্যক্তি বিশেষে অনেকেই ভিসা পায় না। এ বিষয়ে আমি নিজেও সংবাদ মাধ্যমে জেনেছি। এটি ভুল সংবাদ।'

পাকিস্তানস্থ বাংলাদেশ হাই-কমিশনের প্রেস কাউন্সেলর মোহাম্মদ ইকবাল হোসেনের ভিসা পাকিস্তান না দেওয়ার বিষয় স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'তাকে ভিসা না দিলে কাজটা করবে কে? তার অনুপস্থিতিতে একজন কাজ করছে। তারও ভিসা বাড়াচ্ছে না বলে জেনেছি। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে, অচিরেই তা সমাধান হবে। বিশ্বের বিভিন্ন দেশে ভিসা দিতে যাচাই বাছাই করা হয়। উদাহরণ স্বরূপ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে অনেক যাচাই বাছাই করা হয়।'

তিনি আরও বলেন, 'বিভিন্ন ইস্যুতে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে।'

উল্লেখ্য, ইসলামাবাদে দায়িত্ব পালন শেষে দেশে ফিরতে গত জানুয়ারির শুরুতে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন প্রেস কাউন্সেলর মোহাম্মদ ইকবাল হোসেন। চার মাসেও বিষয়টির সুরাহা না হওয়ায় পাকিস্তানের নাগরিকদের জন্য ১৩ মে থেকে ভিসা দেওয়া বন্ধ করেছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন। এমন সংবাদ প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

এ সম্পর্কিত আরও খবর