বিআরটিসি’র দোতলা বাস, চাহিদা নেই অগ্রিম টিকিটের

ঢাকা, জাতীয়

তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:20:42

রাজধানীতে সোমবার (২০ মে) শুরু হয়েছে বিআরটিসি’র ডাবল ডেকার বাসের (দোতলা বাস) অগ্রিম টিকিট বিক্রি। মঙ্গলবার (২১ মে) টিকিট বিক্রির দ্বিতীয় দিন। বিক্রি শুরুর পর থেকে অধিকাংশ কাউন্টারেই কোনও টিকিট বিক্রি হয়নি। আর দু-একটি কাউন্টারে মাত্র ১০ থেকে ১২টি টিকিট বিক্রি হয়েছে। ডাবল ডেকার গাড়ি হওয়ায় যাত্রীদের আগ্রহ অনেকটাই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার রাজধানীর কল্যাণপুর, মিরপুর, গাবতলী, মতিঝিল, মোহাম্মদপুর, ঢাকার বাইরে গাজীপুর ও নারায়ণগঞ্জ বিআরটিসি ডিপোগুলোতে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়।

কল্যাণপুর বিআরটিসি বাস ডিপোর কাউন্টার ম্যানাজের আমিনুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, এই ডিপো থেকে রংপুর, দিনাজপুর, নওগাঁ রুটের ৩ জুনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। ডাবল ডেকার গাড়ির টিকিট হওয়ায় এখানে বেশি চাপ নেই। এসব গাড়িতে সাধারণত মধ্যবিত্ত লোকজন যাতায়াত করেন। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মাত্র ১০/১২টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

মিরপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার অপারেশন জাহাঙ্গীর আলম বার্তা ২৪.কমকে বলেন, আমাদের এখান থেকে নওগাঁগামী বাসের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। অগ্রিম টিকিট বিক্রিতে তেমন সাড়া পাচ্ছি না। কাল থেকে আজ পর্যন্ত আমাদের এখানে কোনো টিকিট বিক্রি হয়নি।

মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার অপারেশন শহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, আমাদের এই ডিপোতে শুধু রংপুরের অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে। এখান থেকে ডাবল ডেকার বাসের ৩ জুনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের টিকিটের চাহিদা নেই বললেই চলে। ডাবল ডেকার বাসে অনেকে যেতে চান না। কাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে আজ পর্যন্ত কোনও টিকিট আমাদের কাউন্টার থেকে বিক্রি হয়নি।

গাবতলী বিআরটিসি ম্যানেজার অপারেশন মনিরুজ্জামান বার্তা২৪.কমকে বলেন, গাবতলী বাস ডিপোতে শুধুমাত্র ঠাকুরগাঁওয়ের ৩ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। কিন্তু এখান থেকে এখনও কোনো টিকিট বিক্রি হয়নি। এই বাসের লং রুটের টিকিটের চাহিদা খুব কম। ফরমালিটি মেইনটেইন করার জন্য আমরা টিকিট বিক্রির ব্যবস্থা রাখি। কিন্তু অধিকাংশ সময়ে পর্যাপ্ত টিকিট বিক্রি হয় না।

আসলে ডাবল ডেকারের গাড়ির সিটগুলো তুলনামূলক ছোট আর প্লাস্টিকের। অনেকটা পথ এমন চেয়ারে বসে যেতে যাত্রীদের কষ্ট হয়। তাই এই বাসের চাহিদা কম বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মতিঝিল বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার অপারেশন মো. নায়েব আলী বার্তা২৪.কমকে বলেন, রংপুরের টিকিট দেওয়া হচ্ছে এই ডিপো থেকে। এই রুটে আমাদের পর্যাপ্ত গাড়ি সব সময় যায় না, শুধুমাত্র ঈদের সময় যায়। তাই যাত্রীদের আগ্রহ কম। সাধারণত নিম্নআয়ের মানুষেরা এই গাড়ি গ্রুপ করে এসে ভাড়া নিয়ে যান। এ পর্যন্ত আট থেকে ১০টি টিকিট বিক্রি হয়েছে।

তেমন ভিড় নেই অগ্রিম টিকিট বিক্রির কাউন্টারে, ছবি: বার্তা২৪.কম

 

কল্যাণপুর বিআরটিসি বাস ডিপোর কাউন্টার ম্যানাজের আমিনুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, এই ডিপো থেকে রংপুর, দিনাজপুর, নওগাঁ রুটের ৩ জুনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। ডাবল ডেকার অর্থাৎ দোতলা বাসের টিকিটের বেশি চাপ নেই। কালকে সকাল থেকে আজ পর্যন্ত মাত্র ১০/১২ টিকিট বিক্রি হয়েছে।

রাজধানীর বাইরে গাজীপুর ও নারায়ণগঞ্জে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা থাকলেও যাত্রীদের তেমন সাড়া নেই। তবে, ৩ জুনের আগে টিকিটের চাহিদা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও খবর