উত্তরার মোগল রেস্টুরেন্টের ২ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 14:38:24

রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের মোগল রেস্টুরেন্টকে খাদ্যদ্রব্যে ভেজাল, পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। ভ্রাম্যমাণ এ অভিযানে ছিল ডিবি ও ক্রাইম বিভাগ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, 'পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার জন্য মোগল রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তাছাড়া উত্তরা ৩ নম্বর সেক্টরের ‘লা বামাবা’ রেস্টুরেন্টে অস্বাস্থ্যকরভাবে খাবার পরিবেশনের দায়ে ৩০ হাজার টাকা ও অনুমোদনহীন লবণ ব্যবহার করার দায়ে একই এলাকার খাজানা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর