হিলটন হোটেলকে এক লাখ, আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 01:37:42

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে নির্মাণাধীন হিলটন হোটেলকে ফুটপাত দখলের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এছাড়া আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে বেলা সাড়ে ১১টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর গুলশান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রাস্তা ও ফুটপাত থেকে ২০০টির অধিক অবৈধ স্থাপনা অপসারণ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় 'হিলটন' হোটেলকে ১ লক্ষ টাকা এবং ফুটপাতে জেনারেটর এবং অন্যান্য সামগ্রী রাখায় 'আমিন জুয়েলার্স'কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যদের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর