নাশকতার বিষয়ে গোয়েন্দারা তৎপর: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:22:49

বড় ধরনের উৎসবকে কেন্দ্র করে নাশকতার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (১৯ মে) দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 'আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি' নিয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বড় ধরনের উৎসবকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দারা এ বিষয়ে তৎপর রয়েছে। আমরা সব বিষয়কেই গুরুত্ব দিয়ে কাজ করি। সেজন্যই আমরা অনেক কিছু থেকে মুক্ত রাখতে পেরেছি। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব বলে আশা করি।’

তিনি বলেন, ‘বুদ্ধ পূর্ণিমায় অনেক ধরনের কথা উঠেছিল। আশঙ্কার কথাও জানিয়েছিল অনেকে। শান্তিপূর্ণভাবে নির্বঘ্নে বুদ্ধ পূর্ণিমা শেষ হয়েছে। আমরা আশা করি ঈদুল ফিতরও শান্তিপূর্ণভাবে পালিত হবে।’

ঈদে আইন-শৃঙ্খলা বাহিনীর ছুটি সীমিত থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতি বছরই এটি সীমিত থাকে। এগুলো রেগুলার এক্সারসাইজ। পুলিশ বাহনী সবসময় তাদের সদস্যদের আগে পরে ছুটি দিয়ে সমন্বয় করে থাকে।’

মন্ত্রী বলেন, ‘ঈদে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার হবে। বিভিন্ন শহরে ব্লকরেইড দেওয়া হবে। ঢাকায় প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট থাকবে। চুরি-ডাকাতি, ছিনকাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফরমধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে।’

তিনি বলেন, ‘যানজট নিরসনে গার্মেন্টস কারাখানায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। যেহেতু দীর্ঘ ছুটি আমরা বলেছি যাতে সবাইকে একসঙ্গে ছুটি দেওয়া না হয়। পর্যাযক্রমে ছুটি দিলে যানজট কমবে। আর শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে দিতে হবে।’

লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হলে এবং লঞ্চ, রেল, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ঈদে পেশাদার ড্রাইভার ছাড়া গাড়ি চালাতে পারবে না। সড়কে পুলিশ এ বিষয়ে তৎপর থাকবে। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা সড়কে গাড়ি চালাতে পারবে না।’

এ সম্পর্কিত আরও খবর