দেড়মাস পর পুরোদমে কাজ করতে পারব: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-01-12 12:46:31

অসুস্থতার আড়াই  মাস পর নিজ কর্মস্থলে আসলেও দেড়মাস পর পুরোদমে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি বলেছেন, 'আমার শারীরিক দুর্বলতা এখনও আছে, এজন্য আমি ভারি কাজটা করতে পারব না।'

রোববার (১৯ মে) সকাল সোয়া ১০টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, 'এখানকার চিকিৎসকরা আমাকে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে সতর্কভাবে চলতে বলছেন। দেড়মাস পর পুরোদমে কাজ করতে পারব।'

তিনি বলেন, 'দুইমাস ১৬ দিন আগে আমি এই সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে বসে বক্তব্য রেখেছিলাম। মাঝে অনেকদিন আমি অনুপস্থিত। হয়ত পৃথিবী থেকেই অনুপস্থিত থাকতাম। সবার দোয়ায় জীবনের সংকটময় মুহূর্তে চ্যালেঞ্জের মধ্যেই অতিক্রম করেছি। প্রধানমন্ত্রী আন্তরিকতা ও বিশেষ প্রয়াসে প্রাথমিক সঙ্কট থেকে উত্তরণ সম্ভব হয়েছে।'

ওবায়দুল কাদের আরও বলেন, 'আমি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ছিলাম। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজে গাফিলতি করেনি। তারা কাজ করে গেছে। মানসিকভাবে আমি সম্পূর্ণ প্রস্তুত। শারীরিকভাবেও সুস্থ। আগামী ১৬ জুলাই সিঙ্গাপুরের ডাক্তাররা আবার চেক-আপের জন্য সময় দিয়েছেন। তখন একবার যাব।'

এ সম্পর্কিত আরও খবর