সাভারে ঝড়ে খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, আশুলিয়া | 2023-08-29 08:22:34

সাভারের আশুলিয়ায় আকস্মিক ঝড়ে বিদ্যুৎ সঞ্চালনের খুঁটি ভেঙে গেছে। এতে আশুলিয়ার কয়েকটি এলাকায় প্রায় ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে দীর্ঘ সময় ধরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত না হওয়ায় চরম ভোগান্তিতে পরেছে শিল্প কারখানা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যার ঝড়ে আশুলিয়ার কাঠগড়া পল্লী বিদ্যুৎ শাখা সড়কে খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে আশুলিয়ার গাজিরচট, পলাশবাড়ীসহ বেশ কিছু এলাকায় প্রায় ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যায় ঝড়ে ওই এলাকার বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে কাল থেকেই। বিদ্যুৎ না থাকায় গতকাল তারাবিহ নামাজে অনেক ভোগান্তিতে পড়ে মুসল্লিরা। রাতে মোমবাতির আলোয় অনেক কষ্টে রান্না করে সেহরি করেছে অনেকেই। সব মিলিয়ে চরম ভোগান্তিতে রয়েছে এ এলাকার সাধারণ মানুষসহ পোশাক শ্রমিকরা।

এ ব্যাপারে আশুলিয়া পল্লী বিদ্যুৎ-১ এর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর