ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দীর্ঘ জ্যামের সৃষ্টি

ঢাকা, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ধামরাই | 2023-08-31 14:29:22

ঢাকার ধামরাইয়ে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় ১০ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

বুধবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর সংলগ্ন কেলিয়া ব্রিজের উপরে এই দুর্ঘটনা ঘটে। 

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মোল্লাহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা২৪.কমকে বলেন, ‘রাতে রাজধানী থেকে ছেড়ে আসা মানিকগঞ্চগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৮৫৬৪) একটি দূর পাল্লার বাস ঢাকা-আরিচা-মহাসড়কের কেলিয়া ব্রিজের উপর ওভারটেকিংয়ের চেষ্টা করে। এসময় বিপরীতমুখী একটি ইটবোঝাই ট্রাকের (যশোর ট-১৪০) সাথে ঐ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।’

তাৎক্ষণিক ভাবে হতাহতের খবর জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘দুর্ঘটনায় মহাসড়কে কিছুটা যানজট সৃষ্টি হলেও দুর্ঘটনাকবলিত যান দুটিকে সড়ক থেকে সরিয়ে ফেলা হলে দ্রুত যানচলাচল স্বাভাবিক হবে।’

এ ব্যাপারে ধামরাই ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে কোন তথ্য জানাতে পারেনি।

এছাড়া দুর্ঘটনায় হতাহতের তথ্য জানতে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি নম্বর ও মেডিকেল অফিসার নাজনিন আহমেদের মুঠোফোনে চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ সম্পর্কিত আরও খবর