সেমাই কারখানায় আরপিএমপি’র অভিযান

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 02:54:09

অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই, বুন্দিয়া ও চানাচুর তৈরি করার অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে নগরীর তাজহাট এলাকায় বিএসটিআই'র অনুমোদনহীন মাসুদা আক্তারের বেকারিতে এ অভিযান চালান হয়।

রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের নেতৃত্বে পবিত্র রমজান মাস জুড়ে ভেজাল বিরোধী অভিযান ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনার সময় নোংরা পরিবেশে বিএসটিআই’র অনুমতি ছাড়া খাদ্য সামগ্রী তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে বেকারির মালিক মাসুদা আকতারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান বার্তা২৪.কমকে বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত আরও খবর