রাজশাহীতে ব্যবসায়ী হত্যা, একই পরিবারের ৩ জন গ্রেফতার

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-30 23:01:10

রাজশাহীর মহানগরীর কাশিয়াডাঙ্গায় ব্যবসায়ী আনারুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) ভোরে জয়পুরহাটের হিলি সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কাশিয়াডাঙ্গার আলীগঞ্জ উত্তরপাড়ার আনোয়ার হোসেন, তার স্ত্রী আঞ্জুআরা বেগম ও মামলার প্রধান আসামি তাদের বড় ছেলে সিটু।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী বার্তা২৪.কম-কে বলেন, 'আজ (মঙ্গলবার) ভোরে তারা হিলি সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করে। তবে তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল সাদা পোশাকে সেখানে হাজির হয়। পরে ওই তিনজনকে গ্রেফতার করে।'

বেলা ১১টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা আলীগঞ্জ উত্তরপাড়া এলাকায় রোববার (১২ মে) রাতে তারাবির নামাজ পড়ে ফেরার সময় রাইস মিল ব্যবসায়ী আনারুলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তিনি মারা যান। এ ঘটনায় সোমবার (১৩ মে) আনারুল ইসলামের ভাই বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর