রাষ্ট্রপতি যাচ্ছেন ইস্তান্বুলে, প্রধানমন্ত্রী প্যারিসে

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-29 19:24:22

রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের বিদেশ সফর সচরাচর একসঙ্গে ঘটে না। তবে এবার সেটাই হতে যাচ্ছে। চলতি সপ্তাহেই পৃথক সফরে দেশ ছাড়ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামি দেশগুলোর মোর্চা ওআইসির বিশেষ সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি যাচ্ছেন তুরস্কের ইস্তান্বুলে। আর ‘ওয়ান প্ল্যানেট সামিট’ এ যোগ দিতে প্রধানমন্ত্রী যাচ্ছেন ফ্রান্সের প্যারিসে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোববার সকালে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান । জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে বিশেষ সম্মেলন ডেকেছে ওআইসি। প্যারিস জলবায়ু চুক্তির দুই বছর পূর্তিতে আয়োজন করা হয়েছে ‘ওয়ান প্ল্যানেট সামিট’-এর। রাষ্ট্রপতির সফর আগামী ১৩ ডিসেম্বর তুরস্কের রাজধানী ইস্তান্বুলে হবে ওআইসির বিশেষ ইসলামি শীর্ষ সম্মেলন। সেদিনই ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি। পররাষ্ট্রমন্ত্রী জানান, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাস্পের ঘোষণার পর ওআইসির সভাপতি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোয়ান সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের এক জরুরি বিশেষ সম্মেলন ডেকেছেন। এই সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপতিকেও আমন্ত্রণপত্র পাঠান এরদোয়ান। এ সম্মেলনের আগে আগামী ১২ ডিসেম্বর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা এবং ১৩ ডিসেম্বর পূর্বাহ্নে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক সভারও আয়োজন করা হয়েছে। মাহমুদ আলী জানান, ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন (সিএফএম) ২০১৮ সালে আয়োজন করবে বাংলাদেশ। শীর্ষ সম্মেলনটির এক সপ্তাহের মধ্যে তুরস্ক থেকে বাংলাদেশে প্রধানমন্ত্রী পর্যায়ের সফর সংঘটিত হবে। প্রধানমন্ত্রীর সফর আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে ‘ওয়ান প্ল্যানেট সামিট’। ২০১৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের ২১তম অধিবেশনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়। চুক্তির দুই বছর পূর্তিতে এই সামিটের আয়োজন করা হয়েছে। ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দিতে সোমবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। তিনি দেশে ফিরবেন ১৪ ডিসেম্বর। সামিটে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে উদ্ভাবনী ও বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করবেন। সম্মেলনের শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বি-পাক্ষিক সহযোগিতা, নিয়মিত কূটনৈতিক আলোচনা অনুষ্ঠান, সমুদ্র অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণসহ সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচিত হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর