ময়মনসিংহে নোংরা পরিবেশে সেমাই তৈরি, জরিমানা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-19 09:15:45

ময়মনসিংহের ত্রিশালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্রতিষ্ঠান দুটি হচ্ছে - উপজেলার চরপাড়া বাজার এলাকার সায়মা ফুড প্রোডাক্টস এবং হোটেল আল মদিনা।

সোমবার (১৩ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

বার্তা২৪.কম-কে তিনি জানান, অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় চরপাড়া এলাকার সায়মা ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার এবং হোটেল আল মদিনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর