প্যারিসের পথে প্রধানমন্ত্রী

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ১ | 2023-07-27 09:20:24

ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির দুবাই হয়ে চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় পৌঁছানোর কথা রয়েছে। প্যারিসে নিযুক্ত বাংলদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। ফরাসি রাজধানীর প্যারিসের পশ্চিমাঞ্চলীয় শহরতলীর ইল সেঁগুই দ্বীপের সঙ্গীত ও পারফর্মিং আর্টস সেন্টার লা সেইন মিউজিকাল-এ ১২ ডিসেম্বর মঙ্গলবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিং এবং জাতিসংঘ মহাসচিব এন্তোনিয় গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই শীর্ষ সম্মেলনে যোগদান করছেন। প্রধানমন্ত্রীর বুধবার সন্ধ্যায় প্যারিস ত্যাগ করার এবং বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।  

এ সম্পর্কিত আরও খবর