বুদ্ধ পূর্ণিমায় সন্ত্রাসী হামলার আশঙ্কা নেই: পুলিশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 04:49:46

বুদ্ধ পূর্ণিমা উদযাপনকে কেন্দ্র করে দেশে সন্ত্রাসী ও নাশকতামূলক হামলার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদরদফতরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।

মো. সোহেল রানা বলেন, ‘আসন্ন বুদ্ধ পুর্ণিমা উদযাপনকে কেন্দ্র করে দেশে সন্ত্রাসী ও নাশকতামূলক হামলার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা নেই। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশও দেওয়া হয়েছে। বিশেষ করে বুদ্ধ মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়গুলোকে সুরক্ষিত রাখার জন্য পুলিশের সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও জনগণের সঙ্গে পরামর্শ করে নিরাপত্তা পরিকল্পনা সাজাতে বলা হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং ও স্থানীয় ভলানটিয়ারদের সহায়তা নিতেও পরামর্শ দেওয়া হয়েছে।’

উল্লেখ, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব বুদ্ধ পূর্ণিমাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতের একটি গোয়েন্দা সংস্থা। সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এ এ খবর জানিয়েছে।

খবরে আরও বলা হয়েছে, জঙ্গি হামলার আশঙ্কায় ইতোমধ্যে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ সতর্কতার কথা জানিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। এই সম্ভাব্য হামলা চালাতে পারে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) অথবা ইসলামিক স্টেট (আইএস)।

এ সম্পর্কিত আরও খবর