ছবিতে মিয়ানমারে বাংলাদেশ বিমানের ফ্লাইট দুর্ঘটনা

বিবিধ, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 16:37:22

বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এই দুর্ঘটনায় বিমানটির মারাত্মক ক্ষতি হয়েছে। ফ্লাইটটির পাইলট শামীম নজরুল সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবিতে দেখুন দুর্ঘটনার ফলে বিমান ও যাত্রীদের সার্বিক অবস্থা...

বাংলাদেশ বিমানের বিজি-060 ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে উড়োজাহাজটি। এতে উড়োজাহাজটির মাঝখান বরাবর চিড় ধরে।

আহত অবস্থায় ফ্লাইটটির পাইলট শামীম নজরুল উড়োজাহাজ থেকে বের করে আনা হচ্ছে।

আহত যাত্রী ও ক্রুদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় পাইলটসহ ৩৩ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

আহতদের অনেককেই দ্রুত উদ্ধার করে বিমানবন্দর করিডোরে রাখা হয়েছে। আহতদের বেশিরভাগ পায়ে কোমরে মারাত্মক আঘাত পেয়েছেন।

মারাত্মক আঘাতপ্রাপ্ত এই দুইজনকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর