রাশিয়া থেকে ১ লাখ টন গম আমদানি করবে সরকার

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-11 12:44:13

খাদ্য নিরাপত্তা বলয় আরও সুদৃঢ় করতে রাশিয়া থেকে জি-টু-জি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার।

বুধবার (৮ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম আমদানির খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটি অনুমোদনের জন্য উঠবে। সভায় সভাপতিত্ব করবেন আ হ ম মোস্তফা কামাল।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন ।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে প্রতি টন গমের মূল্য ২৬৭.৩০ ডলার। আর এতে সরকারের খরচ হবে ২২৪.৫৩ কোটি টাকা।

জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে গম আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫.৫ লাখ মণ। এ জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ১৩৪১.০৬ কোটি টাকা। চলতি অর্থবছরে ইতোমধ্যে ৪.৫০ লাখ টন গম আমদানিতে ১০৫২.২২ কোটি টাকা খরচ করা হয়েছে।

২০১৩-১৪ অর্থবছরে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গত এপ্রিল মাসে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সরকারি পর্যায়ে এক লাখ টন গম আমদানির জন্য মস্কো সফর করেছিল।

এ সম্পর্কিত আরও খবর