রাজধানীতে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি বন্ধে র‍্যাবের অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 23:33:48

রাজধানীর বাদামতলীতে পচা-মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ ও বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ মে) দুপুর ১২টা থেকে বিএসটিআই ও র‌্যাব-৩ এর সহযোগিতায় বাদামতলী খেজুরের আড়তে এ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযান চলাকালীন সময়ে সারওয়ার আলম বার্তা২৪.কম-কে বলেন, 'পবিত্র রমজান মাসে দেশে বিপুল পরিমাণ খেজুরের চাহিদা থাকে। এ সুযোগটাই কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এখন পর্যন্ত অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও মানহীন খেজুর পাওয়া গেছে।'

তিনি আরও বলেন, 'রমজানের আগেও আমরা পচা-মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত ও বিক্রির বিরুদ্ধে বাদামতলীতে অভিযান চালিয়েছি। সেই ধারাবাহিকতায় রমজানেও অভিযান পরিচালনা করছি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।'

এ সম্পর্কিত আরও খবর