রংপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 20:14:51

রংপুরে ছিনতাইয়ের সময় এক সার ব্যবসায়ীকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ মে) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক গোলাম রসূল এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে রংপুরের পীরগঞ্জে বাড়ি ফেরার পথে সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলুর পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনার সময় মোটরসাইকেল, নগদ অর্থ ও বুলুর ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় তারা। পরে আহত অবস্থায় বুলুকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের বড়ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা ও ছিনতাই মামলা দায়ের করে। তদন্তকালে ৭ আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ এক যুগ পরে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে আসামি বিপ্লব ওরফে দীপু, সাইফুল ইসলাম ও বাদল মিয়াকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

অপর চার আসামি জহুরুল ইসলাম, শাহানুর, মিলন ও মোফাজ্জল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

এ ব্যাপারে মামলা পরিচালনাকারী সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘দীর্ঘ ১২ বছর পর মামলার রায় হলেও বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।’

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী সরোয়ার হোসেন জানান, তারা ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

এ সম্পর্কিত আরও খবর