রাশিয়ায় বিমান দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 13:59:36

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন শোক জানিয়েছেন। সোমবার (৬ মে) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে একটি শোক বার্তা পাঠিয়েছেন তিনি।

ওই বার্তায়, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার শেরেমেতেভো বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে আগুন ধরে দুই শিশুসহ অন্তত ৪১ জন নিহত হন। আহত হন পাঁচজন। বিমানে থাকা ৭৮ যাত্রীর মধ্যে ৩৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। রোববার (৫ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার (স্থানীয় সময় রাত সাড়ে ১২টা) দিকে এ দুর্ঘটনা ঘটে।

রুশ বিমান সুপার জেট-১০০ সেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি মারমানস্ক যাওয়ার কথা ছিল। মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে যাচ্ছিল বিমানটি। কিন্তু তার আগে মধ্য আকাশে থাকার সময়েই আগুন ধরে যায় বিমানটিতে।

আরও পড়ুন: রাশিয়ায় বিমানে আগুন, নিহত ৪১

এ সম্পর্কিত আরও খবর