ভিকারুননিসায় বাঁধভাঙা উল্লাস

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-25 12:05:46

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণার পর বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। ভালো ফলাফলের আনন্দ তারা ভাগাভাগি করছে একে অন্যকে জড়িয়ে।

সোমবার (৬ মে) দুপুরে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। প্রতিষ্ঠানটির নোটিশ বোর্ডে এসএসসি ফল টানানোর পর নিজ নিজ রেজাল্ট দেখে উল্লাস শুরু করে শিক্ষার্থীরা। তবে উল্লাস আনন্দে সব থেকে বেশি মেতেছেন গোল্ডেন ৫ ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। তাই অনেক শিক্ষার্থীর অভিভাবকের চোখে মুখে ছিল তৃপ্তি ও উল্লাসের হাসি।

প্রতিষ্ঠানটি থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছেন মারছিয়া আহম্মেদ। তিনি বার্তা২৪.কমকে বলেন, `পরীক্ষার আগে অনেক কষ্ট করেছি। এখন জিপিএ-৫ এর রেজাল্ট পেয়ে অনেক ভালো লাগছে।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৯৯ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ হাজার ৪৮২ জন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম বলেন, ‘সার্বিক ফলাফলে আমি সন্তুষ্ট। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টায় বরাবরের মতো এবারও ভালো ফল হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার আমাদের মোট পরীক্ষার্থী ছিল হাজার ১ হাজার ৮২৬ জন। তার ভেতরে পাস করেছে ১ হাজার ৮২৩ জন। কমার্সের একজন এবং সাইন্সের দুইজন ফেল করেছে।’

উল্লেখ্য, এবার পাশের হার ৮২ দশমিক ২০ শতাংশ। যা গত বছর ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।

আরও পড়ুন: সাড়ে ৩ লাখেরও বেশি পাস করতে পারেনি

আরও পড়ুন: এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ 

এ সম্পর্কিত আরও খবর