১০৭ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 00:59:15

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১০৭টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি।

গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০৯। সোমবার (৬ মে) প্রকাশিত পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এবার শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।

এবারে এসএসসির পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। যা ২০১৮ সালের চেয়ে ৪ দশমিক ৪৩ শতাংশ বেশি। তবে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ১০ হাজার ৬২৯ জন।

সাধারণ ৮টি শিক্ষাবোর্ড থেকে ৯৪ হাজার ৫৫৬, মাদরাসা শিক্ষাবোর্ড থেকে ৬ হাজার ২২৭ জন এবং কারিগরি বোর্ডে ৪ হাজার ৭৫১ জন জিপিএ-৫ পেয়েছেন।

এ বছর সব শিক্ষাবোর্ড মিলিয়ে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন ছাত্র ও ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন ছাত্রী।

অন্যদিকে ভিকারুননিসা নূনের শিক্ষার্থীদের আনন্দ উল্লাস/ছবি: সুমন শেখ

 

এবার রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ, ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ, সিলেটে ৭০ দশমিক ৮৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ পাসের হার, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৪১ শতাংশ।

মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। কারিগরি বোর্ডে পাসের হার ৭২ দশমিক ২৪ শতাংশ।

এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ফলাফল অনুযায়ী, মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ১৩ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও বিভিন্ন মোবাইল ফোন অপারেটর থেকে মেসেজের মাধ্যমে ফলাফল পাওয়া যাচ্ছে।

এজন্য এসএসসি বা দাখিল লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আবার স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস দিয়ে ফল জানা যাচ্ছে। এছাড়া ফলাফল পাওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইটেও।

এ সম্পর্কিত আরও খবর