মানবিকের কারণে ঢাকা বোর্ডে পাসের হার কম

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 19:20:52

এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। পাসের হারে সব বোর্ডকে পেছনে ফেলে প্রথম হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। গতবারের মতো এবারও সবার পেছনে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফল প্রকাশ করেন। এর আগে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

ফলাফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘নানা কারণে শিক্ষার্থীরা পাস করে না। এবার গড় পাসের হার বৃদ্ধি পেয়েছে। এতে মন্ত্রীদের ব্যক্তিগত কৃতিত্বের ব্যাপার নেই। পুরোটাই শিক্ষার্থীদের তাদের অভিভাবক এবং শিক্ষকদের সকলের সন্মলিত কৃতিত্ব।’

তবে বোর্ড ভিত্তিক পাসের হারে যে ভিন্নতা এটা মোটেই অস্বাভাবিক কিছু না বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারও পাশের হার কোনো বোর্ডে বেড়েছে কোনো বোর্ডে কমেছে, এটিও সবসময় হয়। তবে কোনো বোর্ডে অধিক ভাল করার পেছনে কোন রকম শিথিলতা ছিল না। বেশি সংখ্যক শিক্ষার্থী বেশি ভাল প্রস্তুতি নিয়েছে, তাই পাস বেড়েছে।’

ঢাকা বোর্ডে পাসের হার কম হওয়ার পেছনে যুক্তি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। গত বছর ঢাকা বোর্ডে পাস করেছিল ৮১ দশমিক ৪৮ শতাংশ। এবার ১ দশমিক ৮৬ শতাংশ কমে পাস করেছে ৭৯ দশমিক ৬২ শতাংশ।’

ঢাকা বোর্ডে পাসের হার কমার কারণ হিসেবে মন্ত্রী উল্লেখ করেছেন মানবিক বিভাগের কারণেই এখানে পাসের হার কম হয়েছে। মন্ত্রী বলেন, ‘ঢাকা বোর্ডে পাস কিছুটা কমেছে। এবার পাসের হার ১ দশমিক ৮৬ শতাংশ কমেছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে গনিতে পাসের হার ২ দশমিক ৫৬ ভাগ কমেছে। অন্যদিকে, মানবিকে কমেছে ৩ দশমিক ৩৪ ভাগ। যেহেতু মোট শিক্ষার্থীর ৪০ ভাগ মানবিকে তাই গড় পাসের হারে পুরোটাই প্রভাব পড়েছে।’

যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য সেগুলোর বিষয়ে পুরো তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। সেখানে ব্যর্থতাগুলো কি খতিয়ে দেখা হবে, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর